অয়েলি স্কিন কেয়ার
Love the skin you have ❤️
সাধারণত ত্বকের সাবেশাস গ্ল্যান্ড হতে সেবাম নির্গত হয়,সেবাম হলো অয়েল জাতীয় পদার্থ।এই সিক্রেশন যখন বেশি হয় ত্বকে তখন ত্বকটিকে অয়েলি ত্বক বলে ধরে নেওয়া যায়। ত্বকে সেবাম এর মাত্রা বেড়ে গেলে ত্বকের ছিদ্র বন্ধ, ব্রণ এর সমস্যা ইত্যাদি দেখা যায় তাই অয়েলি স্কিন এর বেসিক কেয়ার নেওয়া খুব দরকার।
ফেইসওয়াশ
২% স্যালিসাইলিক এসিড বা গ্লাইকোকোলিক এসিড যুক্ত ফেইসওয়াশ ভেজা ত্বকে ব্যবহার করা যাবে। তবে অয়েলি স্কিন এ ঘন ঘন ফেইস ওয়াশ ব্যবহার করা যাবে না,সাময়িক ভাবে তা ফেইস এ কম্ফোর্ট তৈরী করলেও তা স্কিন এর ময়েশ্চার নষ্ট করে দেয়।
ত্বকে ব্রণ এর সমস্যা বেশি হলে ২% বেনজয়েল পারঅক্সাইড যুক্ত ফেইস ওয়াশ ব্যবহার করা যাবে। তবে ডার্ক টোন স্কিন এর জন্য উপযোগী নয়।
অয়েলি স্কিন এ ব্রণ এর সমস্যা থাকলে স্ক্রাব ব্যবহার করা যাবে না। এতে ব্রণ এর সমস্যা বৃদ্ধি পায়।ব্রণ সমস্যা কমাতে ২০% এজেলিং এসিড ক্রিম, ট্রেটিনয়েন ক্রিম ব্যবহার করা যেতে পারে।তবে ডার্মাটোলজিস্ট এর সাথে কনসাল্ট করে এসব পণ্য ত্বকে ব্যবহার করতে হবে।
বারবার ফেইস ওয়াশ ব্যবহার না করে ফ্রেশ ওয়াটার দিয়ে স্কিন ক্লিন রাখা অনেক বেশি উপযোগী।
টোনার
এলকোহল যুক্ত টোনার ব্যবহার না করে মাইল্ড এবং ন্যাচারাল টোনার ব্যবহার করতে হবে। যেমন রোজ ওয়াটার টোনার।
ফ্রেগগ্রেন্স যুক্ত টোনার ও ব্যবহার করা যাবে না।এতে স্কিন এ ইরিটেশন বৃদ্ধি পায়।
অয়েলি স্কিন এর স্টিকিনেস দূর করতে এলকোহল যুক্ত ওয়াইপ্স ব্যবহার করা যাবে না।এর পরিবর্তে ব্লটিং পেপার ব্যবহার করা যেতে পারে।
ময়েশ্চারাইজার
অয়েলি স্কিন এর ও প্রয়োজন ময়েশ্চারাইজার, শুধু মাত্র ড্রাই স্কিন এর জন্য ময়েশ্চারাইজার নয়।
তবে অয়েল ফ্রি, কমোডোজেনিক ফ্রি, জেল বেসড ময়েশ্চারাইজার ওয়েলি স্কিন এর জন্য ব্যবহার এ আরামদায়ক।
বডি লোশন এর ক্ষেত্রে লাইট প্যারাফিন যুক্ত লোশন ব্যবহার করা যাবে।
সান স্ক্রিন
যত বেশি spf হয় সানস্ক্রিন ক্রিম ততবেশি স্টিকি হয়,তাই দীর্ঘ সময় সূর্যের আলো তে না গেলে লো spf (২০-৩০) যুক্ত সানস্ক্রিন ক্রিন ব্যবহার করা আরামদায়ক হয় অয়েলি ত্বকের জন্য।
এন্টিএজিং
অয়েলি স্কিন ন্যাচারালি এন্টিএজিং উপাদানে ভরপুর।তাই অয়েলি স্কিন এ রিংকেলস এর ভয় কম।তবে ভিটামিন ই যুক্ত মাইল্ড প্রডাক্ট, রেটিনল,সেরেমাইডস এসব ব্যবহার করা যেতে পারে।
সবাই চায় তার স্কিন শাইনি ময়েশ্চারাইজড থাকুক।আর এটাই তো হলো অয়েলি স্কিন এর বিশেষত্ব। অয়েলি স্কিন ন্যাচারালি শাইনি আর ময়েশ্চারাইজড উপাদানে ভরপুর। তবে সামান্য একটু যত্ন নিলেই অয়েলি স্কিনের গ্রীজিনেস দূর হয়ে যায়। স্কিন থাকবে শাইনি সবসময়। এছাড়া,এন্টিএজিং উপাদান থাকাই অয়েলি স্কিন কে ব্লেসিং বলা হয়।শুধু প্রতিদিন রুটিন মেনে ত্বক পরিচর্যা করলে অয়েলি স্কিন এর অসুবিধা গুলো থেকে মুক্ত থাকা যায় নিশ্চিন্তে।তাই অয়েলি স্কিন কে সমস্যা মনে না করে তার পরিচর্যা করে নিজের ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তুলুন।
If you find this post helpful or interesting, please share it.